বাংলাদেশে আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে যুক্তরাজ্যের পক্ষ থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে চলমান সংলাপের অংশ হিসেবে ব্রিটিশ হাইকমিশনার সারা কুক (Sarah Cooke) বুধবার (১২ নভেম্বর) জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কনভেনার নাহিদ ইসলাম ও অন্যান্য শীর্ষ নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও আলোচনা করেন।
ব্রিটিশ হাইকমিশন জানায়, এই বৈঠকে যুক্তরাজ্য-বাংলাদেশ অংশীদারিত্ব, গণতান্ত্রিক প্রক্রিয়া, এবং অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিশ্চিতকরণের বিষয়ে আলোচনা হয়।











