January 30, 2026

শিরোনাম

বর্ণাঢ্য আয়োজনে শেকৃবিতে মহান বিজয় দিবস উদযাপিত

Image

দিনভর বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) মহান বিজয় দিবস উদযাপন করা হয়। ১৬ ডিসেম্বর ২০২৫ (মঙ্গলবার) সকাল ৬টা ১০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন একাডেমিক ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির সূচনা করা হয়। পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে পুষ্পমাল্য অর্পণ করেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড আব্দুল লতিফ সহ সকল কর্মকতাবৃন্দ। জাতীয় পতাকা উত্তোলন করেন শেকৃবি’র উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল লতিফ এবং বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন। এরপর শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

পরবর্তীতে উপাচার্যের নেতৃত্বে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন শেকৃবি’র বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।

মহান বিজয় দিবস উপলক্ষে সকাল ৯ টায় ছাত্র-শিক্ষক কেন্দ্রে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এই প্রতিযোগিতায় তিনটি ক্যাটাগরিতে শেকৃবিতে কর্মরত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সন্তানরা অংশগ্রহণ করে।

এরপর দুপুর ২টায় ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। ক্রীড়া প্রতিযোগিতার মধ্যে ছিল ভলিবল, পিলো পাসিং, ভারসাম্য দৌড়, মোরগ লড়াই ও দৌড় প্রতিযোগিতা। দিবসটি উপলক্ষে রাতে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে উন্নতমানের খাবারের আয়োজন করা হয়েছে ।

Scroll to Top