January 29, 2026

শিরোনাম
  • Home
  • অন্যান্য খবর
  • বগুড়ার TMSS মেডিকেল কলেজ পরিদর্শন করলেন নেপাল রাষ্ট্রদূত ঘনশ্যাম ভাণ্ডারী

বগুড়ার TMSS মেডিকেল কলেজ পরিদর্শন করলেন নেপাল রাষ্ট্রদূত ঘনশ্যাম ভাণ্ডারী

Image

নেপাল রাষ্ট্রদূত ঘনশ্যাম ভাণ্ডারী বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর, ২০২৫) বিকেলে বগুড়ার TMSS মেডিকেল কলেজ পরিদর্শন করেছেন। এই সফরের সময় তিনি কলেজে অধ্যয়নরত নেপালি শিক্ষার্থীদের সঙ্গে আলাপচারিতা করেন এবং তাদের উদ্বেগ ও প্রশ্নের সমাধান করেন।

রাষ্ট্রদূত শিক্ষার্থীদের সঙ্গে পৃথক বৈঠক শেষে কলেজ প্রশাসন ও শিক্ষকবৃন্দের সঙ্গে আলাপ করেন, যেখানে শিক্ষাগত উন্নয়ন ও কলেজের কার্যক্রম সম্পর্কে মতবিনিময় হয়।

Scroll to Top