September 11, 2025

শিরোনাম
  • Home
  • সারাদেশ
  • পঞ্চগড়ের তেঁতুলিয়ায় শিশুদের পরিচ্ছন্নতা খেলা অনুষ্ঠিত

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় শিশুদের পরিচ্ছন্নতা খেলা অনুষ্ঠিত

Image

পঞ্চগড় প্রতিনিধিঃ

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় শিশুদের অংশগ্রহণে পরিচ্ছন্নতার খেলা অনুষ্ঠিত হযেছে। শুক্রবার (২২ আগস্ট, ২০২৫) পরিবেশ বিষয়ক সংগঠন রোটারি ক্লাব অফ ইকো ঢাকা আয়োজিত এই খেলায় ৩০ শিশু অংশ নেয়। এই খেলায় শিশুদের নদী, পাখি, ফুলের নাম নিয়ে কয়েকটি দল গঠিত হয়। হাতে গ্লোভস মুখে মাস্ক লাগিয়ে পরে তারা প্রতিযোগিতার মাধ্যমে প্রাণ, প্রকৃতি, পরিবেশের ক্ষতি করে এমন ময়লা আবর্জনা সংগ্রহ করে নির্দিষ্ট ডাস্টবিনে রাখে।

খেলায় অংশগ্রহণকারী প্রথম দ্বিতীয় তৃতীয় দলকে ছাড়াও অংশগ্রহণকারী সকল শিশুকে পুরস্কৃত করা হয়। এর আগে তেঁতুলিয়া বাজারের তেঁতুলতলা থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই এলাকায় শেষ হয়। শোভাযাত্রায় স্খানীয় পরিবেশ কর্মী, কৃষক, শিক্ষক, শিক্ষার্থীরা অংশ নেয়। আয়োজকরা বলছেন তেঁতুলিয়ায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানের মাধ্যমে রোটারির ৬৪ জেলায় প্রকৃতি যাত্রা শুরু হলো। বিকেলে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। স্থানীয় সহযোগী সংস্থা প্রাণ প্রকৃতি পরিবেশ ও সাংস্কৃতিক উন্নয়ন বিষয়ক সংগঠন কারিগর প্রাণ, প্রকৃতি ও যুদ্ধ বিরোধী সঙ্গীত পরিবেশন করে।

আয়োজকরা আরও জানান বাংলাদেশের ৫০টি রোটারি ক্লাবের সহযোগিতায় পঞ্চগড়ের তেতুলিয়া থেকে শুরু হলো দেশের বৃহত্তম এই পরিবেশ অভিযাত্রা। বিভিন্ন জেলায় পরিবেশ সচেতনতা সৃষ্টির জন্য র‌্যালী- পরিচ্ছন্নতার খেলা ছাড়াও প্রকৃতিযাত্রায় থাকছে বৃক্ষরোপণ, বিষ মুক্ত চাষাবাদের জন্য কৃষকদের সাথে মতবিনিময় সভা, প্রকৃতি পাঠাগার গঠন, প্রাণ-প্রকৃতি ও যুদ্ধবিরোধী গানের অনুষ্ঠান ও পরিবেশ বিষয়ক নাটক ইত্যাদি।

রোটারি ক্লাব অফ ইকো ঢাকার প্রেসিডেন্ট রোটারিয়ান মনি নাসিম সুলতানা, প্রকৃতিযাত্রার প্রকল্প প্রধান রোটারিয়ান সাইফুল ইসলাম(শামীম), কো-অর্ডিনেটর রোটারিয়ান আহমেদ বাদল, সদস্য শেহনাজ সুবর্ণা সহ ইন্টারয়াক্ট ক্লাব অব ইকো ঢাকার সদস্যবৃন্দ, পরিবেশ কর্মী মাহমুদুল হাসান, উপজেলা যুবদলের সভাপতি খন্দকার আবু নোমান এনাম, কারিগরের নির্বাহী পরিচালক সরকার হায়দার, পরিচালক মোস্তাক আহমেদ, তেঁতুলিয়া থিয়েটারের সভাপতি আশরাফুল ইসলাম, তেঁতুলিয়া আহনাফ কম্পিউটার ইনস্টিটিউট এর পরিচালক ও তেঁতুলিয়া লেখক সাহিত্য পরিষদের সদস্য সচিব এম এ বাসেত, শিক্ষক মাসুদ , আনোয়ার ও গণমাধ্যম কর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Scroll to Top