September 13, 2025

শিরোনাম
  • Home
  • আন্তর্জাতিক
  • নেপালের কাঠমান্ডু থেকে জাতীয় ফুটবল দলসহ আটকে পড়া বাংলাদেশিদের উদ্ধারে দূতাবাসের উদ্যোগ

নেপালের কাঠমান্ডু থেকে জাতীয় ফুটবল দলসহ আটকে পড়া বাংলাদেশিদের উদ্ধারে দূতাবাসের উদ্যোগ

Image

নেপালে অবস্থানরত বাংলাদেশি প্রবাসী ও পর্যটকদের নিরাপত্তা ও সহায়তায় সর্বোচ্চ তৎপরতা চালাচ্ছে কাঠমান্ডুস্থ বাংলাদেশ দূতাবাস।

দূতাবাস জানায়, বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর ২০২৫) বিশেষ সি-১৩০ উড়োজাহাজে জাতীয় ফুটবল দলকে ঢাকায় ফেরার ব্যবস্থা করা হয়। বাংলাদেশ বিমান বাহিনী পরিচালিত এই ফ্লাইটটি মসৃণভাবে সম্পন্ন করতে প্রধান উপদেষ্টার কার্যালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সঙ্গে নিবিড় সমন্বয় করে দূতাবাস।

দূতাবাস নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয়, নেপাল সিভিল অ্যাভিয়েশন অথরিটি, ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ ও নেপাল আর্মিকে দ্রুত সময়ে প্রয়োজনীয় অনুমতি, ছাড়পত্র ও নিরাপত্তা সহায়তা দেওয়ার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

এছাড়া নেপালে আটকে থাকা বাংলাদেশি যাত্রীদের স্বদেশে ফিরিয়ে আনতে দূতাবাসের সমন্বয়ে বৃহস্পতিবার বিমানের একটি অতিরিক্ত ফ্লাইটও পরিচালিত হয়েছে। ৮-১০ সেপ্টেম্বরের যাত্রীদের ব্যাকলগ দূর করতে এ ব্যবস্থা নেওয়া হয়। গত দুই দিনে কাঠমান্ডু ভ্যালির বিভিন্ন স্থানে আটকে পড়া বাংলাদেশিদের উদ্ধারে দূতাবাসের কর্মকর্তারা নিরলসভাবে কাজ করেছেন এবং রাষ্ট্রদূতের নেতৃত্বে এ প্রচেষ্টা অব্যাহত থাকবে।

নেপালে অবস্থানরত বাংলাদেশি কমিউনিটির সহযোগিতার জন্যও কৃতজ্ঞতা প্রকাশ করেছে দূতাবাস। জানানো হয়, গত তিন দিনে দূতাবাসে আটকে পড়া ও প্রবাসী বাংলাদেশিদের কাছ থেকে ৬০০-র বেশি ফোনকল এসেছে।

Scroll to Top