January 29, 2026

শিরোনাম
  • Home
  • আন্তর্জাতিক
  • নির্বাচনী নিরাপত্তা ও পুলিশ সংস্কার নিয়ে আইজিপির সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের মতবিনিময় অনুষ্ঠিত

নির্বাচনী নিরাপত্তা ও পুলিশ সংস্কার নিয়ে আইজিপির সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের মতবিনিময় অনুষ্ঠিত

Image

আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা এবং ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষক মিশনের (EU Election Observation Mission) মোতায়েন নিয়ে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত ও ইইউ ডেলিগেশনের প্রধান অ্যাম্বাসাডর মাইকেল মিলার।

বৈঠকে নির্বাচনকালীন নিরাপত্তা পরিস্থিতি, আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের প্রস্তুতি, পেশাদারিত্ব এবং নিরপেক্ষ ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি ইইউ নির্বাচন পর্যবেক্ষক মিশনের নিরাপদ ও কার্যকর কাজ পরিচালনার বিষয়টিও আলোচনায় গুরুত্ব পায়।

মতবিনিময়ে বাংলাদেশে চলমান পুলিশিং সংস্কার কার্যক্রমের অগ্রগতি, মানবাধিকারসম্মত ও জবাবদিহিমূলক পুলিশিং ব্যবস্থা জোরদার করার বিষয়েও আলোচনা করা হয়।

Scroll to Top