August 4, 2025

শিরোনাম
  • Home
  • সারাদেশ
  • নাচোলে সাবেক প্রেসিডেন্ট এইচ এম এরশাদের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত

নাচোলে সাবেক প্রেসিডেন্ট এইচ এম এরশাদের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত

Image

নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি 

চাঁপাইনবাবগঞ্জের নাচোল পৌর জাতীয় পার্টির আয়োজনে। ১৪ জুলাই রবিবার নাচোল ইলা মিত্র সাংস্কৃতিক চর্চা ও পাঠাগারে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা মরহুম পল্লীবন্ধু আলহাজ্ব হুসেইন মোহাম্মদ এরশাদ এর পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাচোল উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি আব্দুল মান্নান, প্রধান বক্তা নাচোল উপজেলা শাখার জাতীয় পার্টির সাবেক সভাপতি মোঃ আজগর আলী, এতে সভাপতিত্ব করেন, নাচোল পৌর সভাপতি হাফিজুর রহমান হাফিজ ও জাতীয় যুব সংহতির চাঁপাইনবাবগঞ্জ জেলার আহ্বায়ক প্রফেসর তৌহিদুল ইসলাম শাহিনের সঞ্চালনায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন – নাচোল পৌর কমিটির সাধারণ সম্পাদক দুরুল হুদাসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের শীর্ষ নেতারা।

এছাড়াও জাতীয় পার্টির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা ও কর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষ পর্যায়ে পল্লীবন্ধু হুসাইন মোহাম্মদ এরশাদরাসহ সকল মৃত ব্যক্তির জন্য দোয়া করানো হয়। 

Scroll to Top