January 30, 2026

শিরোনাম

নরসিংদীতে ট্রেনে কাটায় ৫ জন নিহত

Image

অনলাইন ডেস্কঃ

নরসিংদীর রায়পুরায় ট্রেনে কাটা পড়ে পাঁচজন নিহত হয়েছে। সোমবার (৮ জুলাই) ভোর পৌনে ৬টার দিকে উপজেলার পলাশতলী ইউনিয়নের কমলপুরে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নরসিংদী রেলওয়ে পুলিশের ইনচার্জ মো. শহিদুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, সকালে রেললাইনের পাশে ট্রেনে কাটাপড়া পাঁচটি মরদেহ দেখতে পায় স্থানীয়রা। ধারণা করা হচ্ছে, চিটাগাং মেইল ট্রেন বা তূর্ণা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তারা মারা গেছেন। পরে পুলিশকে খবর দেওয়া হলে মরদেহগুলো উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি। মৃতদের সবাই পুরুষ।

Scroll to Top