January 30, 2026

শিরোনাম
  • Home
  • রাজনীতি
  • ধর্ম-বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করলেন ড. এম এ কাইয়ুম

ধর্ম-বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করলেন ড. এম এ কাইয়ুম

Image

মঙ্গলবার (১১ নভেম্বর ২০২৫) রাজধানীর ভাটারা শ্মশানঘাট এলাকায় বিশুদ্ধ পানি উত্তোলন প্রকল্পের সার্বিক অর্থায়ন ও উদ্বোধন করেন ঢাকা-১১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি মনোনীত প্রার্থী ড. এম এ কাইয়ুম।

উদ্বোধন অনুষ্ঠানে ড. এম এ কাইয়ুম বলেন, “এখানে ধর্ম, বর্ণ ও গোত্র মিলেমিশে আমরা সবাই বাংলাদেশী। সনাতনী ভাইবোনদের বলতে চাই, আপনারা নির্বিঘ্নে চলবেন। কোনো প্রকার জুলুম, নির্যাতন বা অসুবিধা হলে সেটা আমাদের দলের নেতাকর্মীদের মধ্যেই হোক বা অন্য ষড়যন্ত্রকারীরা হোক, আমরা তার যথাযথ ব্যবস্থা নেব।”

তিনি আরও বলেন, “আমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে স্বৈরাচার সরকারকে বিদায় করেছি, কারণ আমরা চাই একটি বৈষম্যহীন, শান্তিপূর্ণ ও সম্প্রীতিময় বাংলাদেশ।”

স্থানীয় বাসিন্দারা প্রকল্পটির উদ্বোধনে সন্তোষ প্রকাশ করেন এবং ড. এম এ কাইয়ুমের উদ্যোগের প্রশংসা জানান।

Scroll to Top