January 29, 2026

শিরোনাম
  • Home
  • রাজনীতি
  • তারেক রহমান ও শোক-সন্তপ্ত পরিবারকে সমবেদনা জানাতে বিএনপি কার্যালয়ে আসলেন জামায়াতে আমীর ডা. শফিকুর রহমান

তারেক রহমান ও শোক-সন্তপ্ত পরিবারকে সমবেদনা জানাতে বিএনপি কার্যালয়ে আসলেন জামায়াতে আমীর ডা. শফিকুর রহমান

Image

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত আমীর ডা. শফিকুর রহমান আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি, ২০২৬) সন্ধ্যা ৭টায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং তাঁর শোক-সন্তপ্ত পরিবারবর্গকে সমবেদনা জানান। এসময় তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং শোকবইতে স্বাক্ষর করেন।

ডা. শফিকুর রহমান তারেক রহমানের কুশলাদি জিজ্ঞাসা করেন এবং তাঁকে সান্তনা দেন। তিনি শোকগ্রস্ত পরিবারের সদস্য এবং সহকর্মীদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

এসময় উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সালাহ উদ্দিন আহমদ, এবং ডা. জাহিদ হোসেন।

জামায়াতের সঙ্গে ছিলেন সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য সাইফুল আলম খান মিলন এবং মোবারক হোসাইন।

Scroll to Top