ডেস্ক রিপোর্টঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা-৭ আসনে জামায়াতে ইসলামী মনোনীত ও ১০ দলীয় জোট সমর্থিত সংসদ সদস্য পদপ্রার্থী হাফেজ হাজী মো. এনায়েত উল্লাহর সমর্থনে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৫ জানুয়ারি) বকশিবাজারস্থ আলিয়া মাদ্রাসা মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়।

জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য ও ঢাকা-৭ আসন কমিটির পরিচালক আব্দুর রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, জাতীয় গণতান্ত্রিক পার্টির সহ-সভাপতি ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, ডাকসু ভিপি ও ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম।




আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর আব্দুস সবুর ফকির, ডাকসুর পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ, এনসিপি নেতা তারেক আদেল, বাংলাদেশ খেলাফত মজলিসের মাওলানা আবু হানিফ, এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক আব্দুস সালাম, ঢাকা-৭ আসন কমিটির সহকারী পরিচালক অধ্যক্ষ আহসানুল্লাহ, আসন কমিটির সদস্য সচিব ড. শামিমুল বারী, চকবাজার দক্ষিণ থানা আমীর মাওলানা আনিসুর রহমান, কামরাঙ্গীরচর থানা আমীর মো. বাকি বিল্লাহসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বাংলাদেশ জামায়াতে ইসলামী লালবাগ পশ্চিম থানা আমীর আব্দুল ওহাব-এর সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মাওলানা আব্দুর রব, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর এডভোকেট ড. হেলাল উদ্দিন, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মুহাম্মদ শামছুর রহমান।
এছাড়াও জনসভায় কেন্দ্রীয় ও মহানগরী নেতৃবৃন্দসহ ঢাকা-৭ আসনের সকল থানা ও বিভাগীয় দায়িত্বশীল নেতৃবৃন্দ এবং ১১ দলীয় ঐক্যজোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।











