বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা কর্মসূচি সাধারণ ভোটারদের মাঝে পৌঁছে দিতে লিফলেট বিতরণ কর্মসূচি চালিয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহবায়ক এবং ঢাকা-১২ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী সাইফুল আলম নীরব।




শনিবার (৮ নভেম্বর, ২০২৫) হাতিরঝিল থানাধীন ৩৫ নং ওয়ার্ড এলাকায় বাংলামোটর থেকে শুরু করে বিয়াম স্কুল, দিলু রোড, মগবাজার মোড় হয়ে ওয়ারলেস গ্র্যান্ড প্লাজা পর্যন্ত ব্যাপক প্রচারণা চালান তিনি।

লিফলেট বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন হাতিরঝিল থানা বিএনপির আহবায়ক নাজমুল হক মাসুম, ৩৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মাহমুদুল হক মাদু, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম কিংকং, ৩৬ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শামসুল আলম শ্যামলী, যুগ্ম-সাধারণ সম্পাদক আলি পাঠানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।











