ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভাইস প্রেসিডেন্ট (ভিপি) নুরুল হক নুরকে দেখতে হাসপাতালে গেছেন নবনির্বাচিত ভিপি সাদিক কায়েম, সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর ২০২৫) বিকেলে তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি নুরুল হক নুরের শারীরিক খোঁজখবর নেন এবং তার সঙ্গে কথা বলেন।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও দপ্তর সমন্বয়ক শাকিল উজ্জামান।
নেতৃবৃন্দ নুরুল হক নুরের দ্রুত সুস্থতা কামনা করেন।