September 11, 2025

শিরোনাম
  • Home
  • অর্থ ও বাণিজ্য
  • ঢাকায় বিআইআইএসএস-ইউএনওপিএস আয়োজিত স্থানীয় ও তৃণমূল পর্যায়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বিষয়ক সেমিনার চলছে

ঢাকায় বিআইআইএসএস-ইউএনওপিএস আয়োজিত স্থানীয় ও তৃণমূল পর্যায়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বিষয়ক সেমিনার চলছে

Image

বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (BIISS) এবং ইউনাইটেড নেশনস অফিস ফর প্রজেক্ট সার্ভিসেস (UNOPS) যৌথভাবে আজ বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ঢাকার BIISS অডিটোরিয়ামে “The Power of Local: How Grassroots Communities Drive SDG Achievement in Bangladesh” শীর্ষক একটি সেমিনারের আয়োজন করেছে।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন নরওয়ের ঢাকাস্থ রাষ্ট্রদূত হাকন আরাল্ড গুলব্রান্ডসেন (Håkon Arald Gulbrandsen)। উদ্বোধনী বক্তব্য রাখেন BIISS এর মহাপরিচালক মেজর জেনারেল ইফতেখার আনিস (বিএসপি, এডব্লিউ, এএফডব্লিউসি, পিএসসি, পিইএনজি)।

সেমিনারে ড. ফাহমিদা খাতুন, নির্বাহী পরিচালক, সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) মডারেটর হিসেবে দায়িত্ব পালন করছেন। মূল আলোচনায় রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক ড. কাজী মারুফুল ইসলাম, পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিকল্পনা বিভাগের সচিব ইকবাল আব্দুল্লাহ হারুন, ইউরোপীয় ইউনিয়নের উন্নয়ন সহযোগিতা বিভাগের প্রধান ড. মিশাল ক্রেজা, পররাষ্ট্র মন্ত্রণালয়ের বহুপাক্ষিক অর্থনৈতিক বিষয়ক উইং-এর মহাপরিচালক মোঃ তৌফিক-উর রহমান এবং নিজেরা করি’র সচিব খুশি কবীরসহ নানাবিধ সংস্থার প্রতিনিধিরা।

Scroll to Top