January 30, 2026

শিরোনাম
  • Home
  • অন্যান্য খবর
  • ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে পর্তুগিজ রাজপরিবারের পরিদর্শন

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে পর্তুগিজ রাজপরিবারের পরিদর্শন

Image

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) এক অনন্য আয়োজনে বাংলাদেশে আগমন করেন পর্তুগালের রাজপরিবারের সদস্যগণ—এইচ.আর.এইচ. ডম দুয়ার্টে, ডিউক অব ব্রাগাঞ্জা; এইচ.আর.এইচ. ডাচেস ইসাবেল ইনেস দে হেরেডিয়া; এবং এইচ.আর.এইচ. প্রিন্স আফোনসো দে সান্তা মারিয়া। ড্যাফোডিল স্মার্ট সিটিতে তাঁদের এই সফর বাংলাদেশ ও পর্তুগালের মধ্যকার শিক্ষা, সংস্কৃতি ও নবায়নযোগ্য বন্ধনকে আরও সমৃদ্ধ করেছে।

সফরকালে রাজপরিবারের সদস্যরা উদ্বোধন করেন ‘ডিউক অব ব্রাগাঞ্জা হেরিটেজ কুলিনারি স্টুডিও’, যেখানে বিশ্ব খাদ্য ঐতিহ্যের সঙ্গে বাংলাদেশের তরুণদের সম্পৃক্ত করার সুযোগ তৈরি হবে। এরপর তারা পরিদর্শন করেন ড্যাফোডিল ইনস্টিটিউট অব সোশ্যাল সায়েন্সেস (ডিআইএসএস) এবং অংশ নেন “Fair Pay for a Fair World” শীর্ষক প্রেরণাদায়ী ইন্টারেকটিভ সেশনে।

শিক্ষা ও উদ্যোক্তা উন্নয়নে নতুন অধ্যায় সূচিত হয় দুটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরের মাধ্যমে।

— প্রথমটি ডিআইইউ ও লন্ডন টি এক্সচেঞ্জের মধ্যে, যার মাধ্যমে বৈশ্বিক চা সংস্কৃতি, উদ্যোক্তা উন্নয়ন এবং একাডেমিক গবেষণায় যৌথ কার্যক্রম পরিচালিত হবে।

— দ্বিতীয়টি হলো “Duke of Braganza Youth Leadership & Service Program – Bangladesh Chapter”, যা বাংলাদেশের তরুণদের নেতৃত্বগুণ বিকাশ ও আন্তর্জাতিক সেবামূলক কর্মকাণ্ডে যুক্ত করবে।

সফর শেষে ডিআইইউ শিক্ষার্থীদের পরিবেশনায় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়, যা বাংলাদেশ–পর্তুগাল বন্ধুত্ব ও সাংস্কৃতিক সম্প্রীতির উজ্জ্বল প্রতীক হিসেবে স্মরণীয় হয়ে থাকবে।

Scroll to Top