September 13, 2025

শিরোনাম
  • Home
  • অর্থ ও বাণিজ্য
  • টেকসই পোশাক শিল্পে সহযোগিতা জোরদারের লক্ষ্যে বিজিএমইএ ও ইন্টারটেক বাংলাদেশ এর বৈঠক অনুষ্ঠিত

টেকসই পোশাক শিল্পে সহযোগিতা জোরদারের লক্ষ্যে বিজিএমইএ ও ইন্টারটেক বাংলাদেশ এর বৈঠক অনুষ্ঠিত

Image

আন্তর্জাতিক মান নিয়ন্ত্রণকারী সংস্থা ইন্টারটেক বাংলাদেশ এবং বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ)-এর মধ্যে বুধবার (২০ আগস্ট) উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৈঠকে উপস্থিত ছিলেন ইন্টারটেক বাংলাদেশ এর রিজিওনাল ম্যানেজিং ডিরেক্টর, সাউথ এশিয়া অজয় কাপুর এবং বিজিএমইএ এর সিনিয়র সহ-সভাপতি ইনামুল হক খান। এছাড়াও বিজিএমইএ পরিচালক নাফিস-উদ-দৌলা ও জোয়ারদার মোহাম্মদ হোসনে কমার আলম এবং ইন্টারটেকের রিজিওনাল সিএফও, সাউথ এশিয়া আশীষ গুপ্ত, কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর নেয়ামুল হাসান এবং হেড অফ সেলস, বিজনেস ডেভেলপমেন্ট অ্যান্ড সিআরএম আলিজা সুলতানা উপস্থিত ছিলেন।

বৈঠকে পোশাক শিল্পের চলমান চ্যালেঞ্জ মোকাবিলা, টেকসই ব্যবসায়িক পরিবেশ তৈরি এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির নানা দিক নিয়ে আলোচনা হয়। বিশেষ করে ইন্টারটেকের অ্যাসিউরেন্স, টেস্টিং, ইন্সপেকশন এবং সার্টিফিকেশন (ATIC) পরিষেবা ব্যবহার করে সাপ্লাই চেইন জুড়ে কীভাবে আরও কার্যকর সহযোগিতা পাওয়া সম্ভব, সে বিষয়ে মতবিনিময় হয়।

Scroll to Top