ঐতিহাসিক জুলাই গণ–অভ্যুত্থানের স্মরণে আজ মঙ্গলবার (১ জুলাই ২০২৫) থেকে শুরু হলো মাসব্যাপী কর্মসূচি। এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা কার্যালয় থেকে জুলাই কর্মসূচির কিউআর কোড উন্মোচন করেন প্রফেসর ইউনূস। এ কিউআর কোড স্ক্যান করে দেশের মানুষ পুরো মাসজুড়ে আয়োজিত সকল অনুষ্ঠান, পদযাত্রা, আলোচনাসভা, ও সাংস্কৃতিক কার্যক্রমের সময়সূচি ও স্থান সম্পর্কে জানতে পারবেন।