বাংলাদেশে নিযুক্ত কসোভো প্রজাতন্ত্রের রাষ্ট্রদূত লুলজিম প্লানা জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মি. আয়ুব ভূঁইয়ার আমন্ত্রণে প্রেস ক্লাব কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় দুই পক্ষের মধ্যে আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে রাষ্ট্রদূত প্লানা কসোভোর স্বাধীনতার ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরেন এবং স্বাধীনতার জন্য কসোভোর জনগণের ত্যাগ-তিতিক্ষা ও সংগ্রামের কথা উল্লেখ করেন। তিনি জানান, স্বাধীনতা অর্জনের পথে কসোভো জাতি যে কঠিন সময় অতিক্রম করেছে, তা আজকের তাদের রাষ্ট্রীয় অগ্রযাত্রার ভিত্তি হয়ে দাঁড়িয়েছে।

এ বৈঠকে কসোভো ও বাংলাদেশের সংবাদমাধ্যমের মধ্যে সহযোগিতা বৃদ্ধির সম্ভাবনা নিয়েও আলোচনা হয়। রাষ্ট্রদূত প্ল্লানা ও সাধারণ সম্পাদক আয়ুব ভূঁইয়া উভয়েই দুই দেশের সংবাদ সংস্থাগুলোর মধ্যে তথ্য বিনিময়, প্রশিক্ষণ এবং মিডিয়া সহযোগিতা বাড়ানোর বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।











