January 29, 2026

শিরোনাম
  • Home
  • অন্যান্য খবর
  • জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে শৃঙ্খলা ও পেশাদারিত্ব বজায় রাখার আহ্বান জানালেন বিমান বাহিনী প্রধান

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে শৃঙ্খলা ও পেশাদারিত্ব বজায় রাখার আহ্বান জানালেন বিমান বাহিনী প্রধান

Image

অনলাইন ডেস্কঃ

ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে নিয়োজিত জাতিসংঘ শান্তিরক্ষা মিশন MONUSCO-তে বাংলাদেশ বিমান বাহিনীর এভিয়েশন ট্রান্সপোর্ট ইউনিট BANATU-15 কন্টিনজেন্টের মোট ৬২ জন সদস্য প্রতিস্থাপনের কার্যক্রম শুরু হচ্ছে। এই কন্টিনজেন্ট পূর্ববর্তী BANATU-14 ইউনিটের দায়িত্ব গ্রহণ করবে।

এ উপলক্ষে মঙ্গলবার (২০ জানুয়ারি ২০২৬) ঢাকা সেনানিবাসস্থ বিমান বাহিনী সদর দপ্তরে কঙ্গোগামী BANATU-15 কন্টিনজেন্টের সদস্যদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি।

বক্তব্যে বিমান বাহিনী প্রধান জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনের ক্ষেত্রে শৃঙ্খলা, সততা, পেশাদারিত্ব ও আন্তরিকতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে তিনি কন্টিনজেন্ট সদস্যদের বাংলাদেশ বিমান বাহিনী এবং দেশের জন্য আন্তর্জাতিক অঙ্গনে সুনাম বয়ে আনার আহ্বান জানান। পরিশেষে তিনি মিশনের সার্বিক সাফল্য কামনায় আয়োজিত এক বিশেষ মোনাজাতে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে বিমান বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসারগণ, ঢাকাস্থ এয়ার অধিনায়কগণ এবং বিমান সদর ও ঘাঁটির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বাংলাদেশ বিমান বাহিনীর একটি সি-১৩০বি পরিবহন বিমান ও বিভিন্ন গ্রাউন্ড সাপোর্ট ইকুইপমেন্ট বর্তমানে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে MONUSCO জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত রয়েছে। BANATU-15 কন্টিনজেন্টের নেতৃত্বে থাকবেন গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ সেলিম জাভেদ, বিইউপি, পিএসসি।

আগামী ২৫ জানুয়ারি ২০২৬ তারিখে কন্টিনজেন্টের ৩৫ জন সদস্য হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা থেকে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর উদ্দেশ্যে যাত্রা করবেন। অবশিষ্ট ২৭ জন সদস্য আগামী ০২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে কঙ্গোতে গমন করবেন।

Scroll to Top