September 13, 2025

শিরোনাম
  • Home
  • রাজনীতি
  • জন্মাষ্টমী উপলক্ষে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শুভেচ্ছা বার্তা

জন্মাষ্টমী উপলক্ষে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শুভেচ্ছা বার্তা

Image

শুভ জন্মাষ্টমী উপলক্ষে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হিন্দু ধর্মাবলম্বী নাগরিকদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও প্রীতি জানিয়েছেন। তিনি তাদের অব্যাহত কল্যাণ, সমৃদ্ধি ও শান্তি কামনা করেছেন।

বার্তায় তিনি বলেন, “হিন্দু ধর্মাবলম্বীদের মতে জন্মাষ্টমী ভগবান বিষ্ণুর অষ্টম অবতার শ্রী কৃষ্ণের জন্মদিন। ভগবান শ্রী কৃষ্ণ একজন সাধারণ মানুষ হিসেবে পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলেন এবং দুষ্টদের বধ করে পৃথিবীকে পাপমুক্ত করেছিলেন। যুগ যুগ ধরে এ উৎসব যথাযোগ্য মর্যাদায় পালিত হয়ে আসছে। উৎসব মানুষকে ঐক্য, ভ্রাতৃত্ব ও সংহতির বন্ধনে আবদ্ধ করে।”

তিনি আরও উল্লেখ করেন, “সকল ধর্মের মূল মর্মবাণী হলো সম্প্রীতি, মানবকল্যাণ ও শান্তি প্রতিষ্ঠা করা। ভগবান শ্রী কৃষ্ণ অন্যায়, অনাচার ও দুঃশাসনের বিরুদ্ধে দাঁড়িয়ে ন্যায়, সত্য ও কল্যাণ প্রতিষ্ঠা করেছিলেন। তার শিক্ষা ও কর্ম আজও মানব সমাজের জন্য অনুপ্রেরণা হয়ে আছে।”

বাংলাদেশের সংস্কৃতিতে ধর্মীয় সহিষ্ণুতার ঐতিহ্য তুলে ধরে তারেক রহমান বলেন, “এ দেশের মানুষ যুগ যুগ ধরে পারস্পরিক শ্রদ্ধা, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে বসবাস করছে। বিএনপি সেই সম্প্রীতির বন্ধন অটুট রাখতে দৃঢ় অঙ্গীকারাবদ্ধ।”

জন্মাষ্টমীর এই শুভ দিনে তিনি হিন্দু সম্প্রদায়ের সকলের প্রতি প্রাণঢালা শুভেচ্ছা জ্ঞাপন করেন।

Scroll to Top