January 29, 2026

শিরোনাম
  • Home
  • অন্যান্য খবর
  • খুলনা নৌ অঞ্চলের প্রধানের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন কেএমপি কমিশনার

খুলনা নৌ অঞ্চলের প্রধানের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন কেএমপি কমিশনার

Image

রবিবার (২১ ডিসেম্বর ২০২৫) কেএমপি কমিশনার মহোদয় বানৌজা তিতুমীরে পৌঁছালে নৌ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। পরবর্তীতে খুলনা নৌ অঞ্চলের প্রধান রিয়ার অ্যাডমিরাল জনাব একে এম জাকির হোসেন (এন), এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, বিএন এঁর সাথে কেএমপি কমিশনার জনাব মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা মহোদয় সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন।

এসময় তারা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আঞ্চলিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা সমুন্নত রাখার লক্ষ্যে পারস্পরিক সহযোগিতা সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে মতবিনিময় করেন এবং এ লক্ষ্য অর্জনে উভয়ে ভবিষ্যতে যৌথভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

অত:পর কেএমপি কমিশনার মহোদয় বানৌজা তিতুমীরে রক্ষিত পরিদর্শন বই এ স্বাক্ষর করেন।

খুলনা নৌ অঞ্চলের প্রধান পুলিশ কমিশনার মহোদয়কে ক্রেস্ট ও শুভেচ্ছা উপহার প্রদান করেন। এ সময় অত্র নৌ অঞ্চলের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Scroll to Top