January 29, 2026

শিরোনাম
  • Home
  • অন্যান্য খবর
  • কিশোরগঞ্জ জেলায় গণভোট বিষয়ক মতবিনিময় সভা ও ভোটের গাড়ির উদ্বোধন করলেন স্থানীয় সরকার উপদেষ্টা আদিলুর রহমান খান

কিশোরগঞ্জ জেলায় গণভোট বিষয়ক মতবিনিময় সভা ও ভোটের গাড়ির উদ্বোধন করলেন স্থানীয় সরকার উপদেষ্টা আদিলুর রহমান খান

Image

ডেস্ক রিপোর্টঃ

স্থানীয় সরকার উপদেষ্টা আদিলুর রহমান খান আজ সোমবার (১৯ জানুয়ারি ২০২৬) ‘কিশোরগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘ কিশোরগঞ্জ জেলার বিভিন্ন সরকারি দপ্তর প্রধান এবং এনজিও প্রতিনিধি ও উপকারভোগীদের সাথে গণভোট বিষয়ক পৃথক মতবিনিময়’ সভায় প্রধান অতিথির বক্তব্যে বলেন, বাংলাদেশ আর পিছনের দিকে যাবে না। ১২ ফেব্রুয়ারি গণভোটে জয়ের মাধ্যে দেশ থেকে গুম, খুন ও ফ্যাসিবাদের অবসান হবে।

জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লার সভাপতিত্বে মতবিনিময় সভা’য় আরো বক্তৃতা করেন স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী; পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেনসহ জেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।

গণভোট উপলক্ষে কিশোরগঞ্জ জেলার প্রচার-প্রচারণা কার্যক্রম ও নির্বাচন প্রস্তুতি সম্পর্কে উপস্থাপনা প্রদান করেন জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ মোর্শেদ আলম।

এরপর স্থানীয় সরকার উপদেষ্টা কিশোরগঞ্জ জেলায় কুলিয়ারচর উপজেলা মাঠে ভোটের গাড়ির কার্যক্রম উদ্বোধন করেন। একই দিনে উপদেষ্টা বাজিতপুর উপজেলা প্রশাসন আয়োজিত গণভোট ২০২৬ উপলক্ষ্যে অবহিতকরণ সভায় যোগদান করেন এবং এলজিইডি ও ডিপিএইচই বাস্তবায়িত কিশোরগঞ্জ জেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন।

Scroll to Top