গাজীপুর-১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনীত ধানের শীষের প্রার্থী ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য মেয়র মজিবুর রহমানের নেতৃত্বে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৭ ডিসেম্বর ২০২৫) কাশিমপুর মেট্রো থানা বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় দলীয় সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করা, আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন এবং সাধারণ মানুষের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

মতবিনিময় সভায় কাশিমপুর মেট্রো থানা বিএনপি ও বিভিন্ন অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।











