শুক্রবার (১৪ নভেম্বর, ২০২৫) ঢাকায় সফলভাবে শেষ হয়েছে ২৪তম তীর এশিয়ান আরচারি চ্যাম্পিয়নশিপ। এবারের প্রতিযোগিতায় ভারত ও দক্ষিণ কোরিয়ার মতো শীর্ষ প্রতিযোগীদের সঙ্গে লড়াই করে বাংলাদেশের আরচাররা দুইটি পদক অর্জন করে দারুণ সাফল্য দেখিয়েছে।

কম্পাউন্ড মিশ্র দলগত ইভেন্টে রৌপ্য পদক জিতেছেন বাংলাদেশের হিমু বাছাড় ও বন্যা আক্তার। অন্যদিকে কম্পাউন্ড নারী এককে অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে ব্রোঞ্জ পদক জিতেছেন কুলসুম আক্তার মনি।

পদকজয়ী তিন আরচার—হিমু বাছাড়, বন্যা আক্তার এবং কুলসুম আক্তার মনিকে উৎসাহ ও সম্মাননা হিসেবে সরকার পক্ষ থেকে ১০ লাখ টাকা করে পুরস্কার দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। শুক্রবার বিকেলে পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এই ঘোষণা দেন।











