বাংলাদেশি শিক্ষার্থীদের ইউরোপের উচ্চশিক্ষা ও ইরাসমাস প্লাস স্কলারশিপ সম্পর্কে আগ্রহ ও অংশগ্রহণ বাড়াতে দেশের বিশ্ববিদ্যালয়সমূহকে কার্যকর ও পরিকল্পিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) সদস্য প্রফেসর ড. মাছুমা হাবিব। তিনি বুধবার (১২ নভেম্বর) ইউজিসি অডিটোরিয়ামে আয়োজিত “ইরাসমাস প্লাস ইনফরমেশন-ডে” শীর্ষক অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এই আহ্বান জানান।
প্রধান অতিথি বলেন, ইরাসমাস প্লাস স্কলারশিপপ্রাপ্তদের সংখ্যায় বিশ্বের মধ্যে বাংলাদেশ তৃতীয় অবস্থানে রয়েছে, যা দেশের জন্য অত্যন্ত গর্বের বিষয়। তিনি মনে করেন, এই বৃত্তি বাংলাদেশের তরুণদের সক্ষমতা বৃদ্ধি, আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে নেটওয়ার্ক তৈরির সুযোগ এবং বৈশ্বিক অঙ্গনে নিজেদের যোগ্যতা প্রমাণের সুযোগ করে দিচ্ছে। একইসঙ্গে তিনি বাংলাদেশি শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ আরও বিস্তৃত করতে ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতা বাড়ানোর অনুরোধ জানান।

অবহিতকরণ সভায় ইউজিসি সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আইয়ুব ইসলাম এবং ইউরোপীয় ইউনিয়নের ডেপুটি হেড অব ডেলিগেশন বেইবা জেরিনা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইউজিসি’র আন্তর্জাতিক সহযোগিতা বিভাগের পরিচালক (চলতি দায়িত্ব) ও ইরাসমাস প্লাস ন্যাশনাল ফোকাল পয়েন্ট জেসমিন পারভিন।
বিশেষ অতিথির বক্তব্যে প্রফেসর আইয়ুব ইসলাম বলেন, দেশে চাকরির বাজারে দক্ষ মানবসম্পদের ঘাটতি রয়েছে এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতার অভাবে অনেক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের প্রয়োজনীয় দক্ষতা অর্জনে সহায়তা করতে পারছে না। তিনি মনে করেন, মানবসম্পদ উন্নয়নে ইউরোপীয় ইউনিয়ন প্রশিক্ষণ ও দক্ষতা বৃদ্ধিমূলক কার্যক্রমের মাধ্যমে আরও সহযোগিতা করতে পারে।
বেইবা জেরিনা বলেন, ইউরোপীয় ইউনিয়ন গুণগত শিক্ষা এবং সুশাসন নিশ্চিতকরণে বরাবরই অগ্রাধিকার দিয়ে থাকে। তিনি আশা প্রকাশ করেন যে ইরাসমাস প্লাস ইনফরমেশন-ডে শিক্ষার্থীদের বৃত্তি সম্পর্কে আরও সচেতন করবে এবং আগামী বছরগুলোতে আরও বেশি সংখ্যক শিক্ষার্থী এই মর্যাদাপূর্ণ কর্মসূচিতে অংশ নেওয়ার সুযোগ পাবে।
অনুষ্ঠানে ইউজিসি’র পরিচালক জেসমিন পারভিন, ইইউ’র প্রোগ্রাম ম্যানেজার জুই চাকমা, ইউরোপীয়ান কমিশনের রিজিওনাল ম্যানেজার (এশিয়া) ড. আশিকুর রহমান, একাডেমিক এক্সপার্ট ড. জেনি লিন্ড এলমাকো, তাইওয়ান ইউ সেন্টারের এক্সিকিউটিভ ডাইরেক্টর ড. মার্ক চেং, ইরাসমাস মুন্ডাস এসোসিয়েশন বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ সৌভিক রায় স্নিগ্ধ এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপ-পরিচালক সৈয়দ রায়হান-উল-ইসলাম ইরাসমাস প্লাসের বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করেন।
সভায় দেশের ৬০টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ ইউজিসি ও ইউরোপীয় ইউনিয়নের সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশগ্রহণ করেন।











