September 12, 2025

শিরোনাম
  • Home
  • আন্তর্জাতিক
  • ইথিওপিয়ার ন্যাশনাল ব্লু ইকোনমি কোঅর্ডিনেশন প্ল্যাটফর্ম জোরদারে পরামর্শ সভা সমাপ্ত

ইথিওপিয়ার ন্যাশনাল ব্লু ইকোনমি কোঅর্ডিনেশন প্ল্যাটফর্ম জোরদারে পরামর্শ সভা সমাপ্ত

Image

আদ্দিস আবাবায় অনুষ্ঠিত দুই দিনের পরামর্শ সভার মাধ্যমে ইথিওপিয়ার ন্যাশনাল ব্লু ইকোনমি কোঅর্ডিনেশন প্ল্যাটফর্মের আলোচনা সফলভাবে সমাপ্ত হয়েছে।

সভায় ইথিওপিয়া সরকার, ইথিওপিয়ান মেরিটাইম অথরিটি, আইজিএডি (IGAD) এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ স্টেকহোল্ডার অংশগ্রহণ করেন। কর্মশালায় গ্রুপ ওয়ার্ক, আলোচনা এবং জ্ঞান বিনিময়ের মাধ্যমে জাতীয় পর্যায়ে সমন্বয় জোরদার, সহায়ক টুল চিহ্নিতকরণ এবং ব্লু ইকোনমি স্ট্র্যাটেজিকে ইথিওপিয়ার জাতীয় উন্নয়ন পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

পরামর্শ সভার শেষে সুশাসন শক্তিশালী করা, সম্পদ আহরণে সক্ষমতা বৃদ্ধি এবং উন্নয়ন কাঠামোতে ব্লু ইকোনমি অগ্রাধিকার সংযুক্ত করার বিষয়ে বেশ কিছু সুপারিশ গৃহীত হয়।

এটি ইথিওপিয়ার জন্য আরও অন্তর্ভুক্তিমূলক ও টেকসই ব্লু ইকোনমির পথে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে চিহ্নিত হয়েছে, যা আইজিএডি ও আফ্রিকান ইউনিয়নের ব্লু ইকোনমি কৌশলের সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ।

সূত্রঃ IGAD Secretariat।

Scroll to Top