প্রতিবছরের মত এই বছরেও ২০ অক্টোবর ২০২৪ অনুষ্ঠিত হয়ে গেলো আন্তর্জাতিক শেফ’স দিবস বাংলাদেশের রাজধানী ঢাকাতে| প্রতিবছর বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের ন্যাশনাল হোটেল ট্যুরিজম ট্রেনিং ইনস্টিটিউট এনএইচটিটিআই এর ফুড এন্ড বেভারেজ ডিপার্টমেন্ট এর শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত হয় বিভিন্ন ধরণের ফুড ডিসপ্লে|
আমন্ত্রিত অতিথি বৃন্দের মাধ্যমে সেরা গ্রুপ বাছাই করা হয়| বাছাইকৃত সেরা গ্রুপকে সিএসডি (কমিউনিকেশন স্কিলস ডেভেলপমেন্ট) একাডেমীর স্পন্সরে প্রদান করা হয় মেডেল ও সনদ|
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের পরিচালক জনাব মাহমুদ কবির, পরিচালক জনাব নূর ই আলম, এনএইচটিটিআই এর অধ্যক্ষ জনাব মঈন উদ্দিন হায়াত, ফুড এন্ড বেভারেজ ডিপার্টমেন্ট এর প্রধান জাহিদা বেগম, সিএসডি একাডেমির নির্বাহী পরিচালক এম۔সাফাক হোসেন, সদস্যবৃন্দ, শিক্ষার্থী ও প্রমুখ|