December 25, 2024

শিরোনাম
  • Home
  • জাতীয়
  • আগামী ৭ দিনের মধ্যে মেট্রোরেল চালু হবে : সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা

আগামী ৭ দিনের মধ্যে মেট্রোরেল চালু হবে : সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা

Image

অনলাইন ডেস্কঃ

আগামী ৭ দিনের মধ্যে মেট্রোরেল চালু হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

রোববার (১৮ আগস্ট) সকালে মন্ত্রণালয়ের সভাকক্ষে কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় উপদেষ্টা এ কথা জানান।

সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা বলেন, ছাত্ররা রক্ত দিয়েছে নাগরিক হিসেবে সবার অধিকার প্রতিষ্ঠার জন্য, সবক্ষেত্রে সবাইকে সমান সুযোগ করে দেওয়ার জন্য। ছাত্রদের এ রক্তের ঋণ আমাদের পরিশোধ করতে হবে। মন্ত্রণালয় সম্পর্কে সাধারণ মানুষের ধারণা পরিবর্তন করতে হবে। আর এ জন্য দুর্নীতি রোধ করতে হবে এবং প্রতিষ্ঠানের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।

৭১’র মুক্তিযুদ্ধে শহীদ ও জুলাই মাসে ছাত্র আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ফাওজুল কবির খান বলেন, এ সরকার বানের জলে ভেসে আসা সরকার না। সরকার যে কোন ধরনের জনকল্যাণমূলক কঠিন সিদ্ধান্ত নিতে পিছ পা হবে না।

সভায় উপদেষ্টা গুণগত মান বজায় রেখে সকল কাজে ব্যয় সংকোচনের পরামর্শ দেন এবং একই সাথে টেন্ডারিং এর কাজে স্বচ্ছতা নিশ্চিত করার নির্দেশনা প্রদান করেন।

এই মতবিনিময় সভায় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মো. এহছানুল হকসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Scroll to Top