December 7, 2025

শিরোনাম

৭ ডিসেম্বর থেকে ঢাকায় শুরু হচ্ছে ১২তম জাতীয় এসএমই মেলা

Image

আগামী ৭-১৪ ডিসেম্বর ২০২৫ রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে শতভাগ দেশীয় পণ্যের বৃহত্তম প্রদর্শনী ১২তম জাতীয় এসএমই পণ্য মেলা। শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ মেলার উদ্বোধন করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। ৭ ডিসেম্বর সকাল ১০টায় ‘হল অব ফেম’-এ অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন এসএমই ফাউন্ডেশনের চেয়ারপার্সন মো. মুসফিকুর রহমান।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয় সংক্রান্ত বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, বিডা’র নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর, শিল্পসচিব মো. ওবায়দুর রহমান, এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন চৌধুরী এবং পরিচালক পর্ষদের সদস্য ও মেলা বাস্তবায়ন কমিটির আহবায়ক সামিম আহমেদ। সম্মানিত অতিথি হিসেবে থাকবেন সিটি ব্যাংকের এমডি ও সিইও মাসরুর আরেফিন। একই অনুষ্ঠানে জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার ২০২৫-এ নির্বাচিত ৬ জন মাইক্রো, ক্ষুদ্র, মাঝারি ও স্টার্ট-আপ উদ্যোক্তার হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হবে।

এসএমই ফাউন্ডেশনের চেয়ারপার্সন মো. মুসফিকুর রহমান জানান, এ বছর মেলায় অংশ নেবে প্রায় ৩৫০টির বেশি এসএমই প্রতিষ্ঠান, যার ৬০ শতাংশই নারী উদ্যোক্তা। বিভিন্ন খাতের প্রতিষ্ঠান অংশ নিলেও তৈরি পোশাক খাতের উদ্যোক্তাদের উপস্থিতি সর্বাধিক (৭৪টি)। এছাড়া হস্ত ও কারুশিল্প, পাদুকা, চামড়াজাত পণ্য, পাটজাত পণ্য, কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ, লাইট ইঞ্জিনিয়ারিং, আইটি সেবা, হারবাল পণ্য, ইলেকট্রনিক্সসহ মোট ২০টির বেশি খাতের পণ্য মেলায় প্রদর্শিত হবে। পাশাপাশি মেলায় শিল্প মন্ত্রণালয়ের দপ্তর-সংস্থা, সরকারি প্রতিষ্ঠান, ৩০টিরও বেশি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে।

মেলায় উদ্যোক্তাদের জন্য প্রতিদিন আয়োজিত হবে এসএমই বিষয়ক কর্মশালা, প্রশিক্ষণ এবং ব্যাংকার-উদ্যোক্তা ঋণ সংযোগ কার্যক্রম। উদ্যোক্তারা ব্যাংক প্রতিনিধি ও ঋণ-প্রদানকারী প্রতিষ্ঠানের সাথে সরাসরি আলোচনা করে ঋণ সুবিধা সম্পর্কে ধারণা নিতে পারবেন। অনেক ক্ষেত্রে উদ্যোক্তারা মেলাতেই ঋণের আবেদন করতে পারবেন বলে জানানো হয়েছে। এছাড়া মেলায় এসএমই ফাউন্ডেশনের অস্থায়ী কার্যালয়ের মাধ্যমে প্রশিক্ষণ, ইনকিউবিশন সেন্টার এবং অন্যান্য সেবার বিষয়ে তথ্য দেওয়া হবে।

৮ দিনের মেলার পাশাপাশি উইন্ডি টাউন হলে ৮-১০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে এসএমই খাত সম্পর্কিত ৬টি বিশেষ সেমিনার—যেখানে আলোচিত হবে স্বয়ংক্রিয় উদ্ভাবন, নারী উদ্যোক্তাদের রপ্তানি বহুমুখীকরণ, হালাল সনদ, পেটেন্ট-ট্রেডমার্ক-জিআই স্বীকৃতি, স্কিলস ইকোসিস্টেম এবং জলবায়ু সহনশীল এসএমই অর্থায়ন।

২০১২ সাল থেকে জাতীয় এসএমই মেলা আয়োজন করে আসছে এসএমই ফাউন্ডেশন। এখন পর্যন্ত ১১টি মেলায় প্রায় ৩ হাজার উদ্যোক্তা অংশ নিয়ে ৫৭ কোটি টাকার বেশি পণ্য বিক্রি এবং ৯৩ কোটি টাকার অর্ডার পেয়েছেন। পাশাপাশি সারা দেশে ৯৩টি আঞ্চলিক/বিভাগীয় এসএমই মেলায় অংশ নিয়েছেন ৫ হাজারের বেশি উদ্যোক্তা।

মেলা আয়োজনের মূল উদ্দেশ্য—এসএমই উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও প্রসার, বাজার সম্প্রসারণ, পারস্পরিক সংযোগ বৃদ্ধি, এবং সেমিনার-আলোচনার মাধ্যমে উদ্যোক্তাদের প্রয়োজনীয় জ্ঞান ও দিকনির্দেশনা প্রদান। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য মেলা উন্মুক্ত থাকবে এবং প্রবেশ থাকবে সম্পূর্ণ ফ্রি।

Scroll to Top